Wednesday, October 14, 2015

KSS SCHOLARSHIP 2015

"KIN OF SOCIETY SERVERS" ( KSS) সমাজ সেবক সম্প্রদায় কর্তৃক আয়োজিত "ষষ্ঠ সপ্তম নবম ও দশম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আগামী ২৫ ডিসেম্বর ২০১৫ তারিখে অনুষ্ঠিত হবে। সমাজ সেবক সম্প্রদায়ের বিভিন্ন সমাজ সেবামুলক কার্যাক্রমের একটি অন্যতম উদ্দেশ্য হল শিক্ষাক্ষেত্রে উন্নয়ন সাধন করা।। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা। এরই ধারাবাহিকতায় এই প্রথম বারের মত সংগঠনটি প্রাথমিক অবস্থায় ১২ টি বিদ্যালয় কে কেন্দ্র করে অর্থাৎ সীতাকুণ্ড উপজেলার ১, ২, ৩, ও ৪ নং ইউনিয়নে অবস্থিত সকল বিদ্যালয় সমূহকে নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করছে। আগ্রহী ছাত্রছাত্রীরা স্ব স্ব স্কুল থেকে বৃত্তি পরীক্ষার ফরম সংগ্রহ করতে পারবে। Syllabus Class: VI, VII, IX, X বিষয়ঃ বাংলা, ইংরেজী, গণিত ও সাধারণ জ্ঞান নম্বর বণ্টন (মোট নম্বর = ১০০, সময় = ১ ঘণ্টা ৩০ মিনিট) বাংলাঃ গদ্য + পদ্য = ৫ + ৫ =১০, সারাংশ/সারমর্ম = ৫, ব্যাকরণ = ১০ ইংরেজীঃ Grammar = 15, Paragraph = 10 গণিতঃ ১০x২.৫ =২৫ সাঃ জ্ঞানঃ বাংলাদেশ = ১০, আন্নর্জাতিক = ৫, ICT = ৫, খেলাধুলা = ৫ বিঃ দ্রঃ নৈর্বত্তিক ও সংক্ষিপ্ত প্রশ্ন করা হবে । প্রত্যেক ক্লাস এর বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র তৈরি করা হবে । Rules ১. নিবন্ধন ফর্ম এর সাথে ২ কপি ছবি দিতে হবে । ২. সঠিক তথ্য প্রদান করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম জমা দিতে হবে, অন্যথায় ফর্ম বাতিল বলে গণ্য হবে । ফর্ম জমা দেয়ার শেষ দিন ৩০ নভেম্বর । ৩. নিবন্ধন ফর্ম বাবদ ১০০ টাকা প্রদান করতে হবে । ৪. প্রবেশ পত্র ব্যতিত কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না । ৫. পরীক্ষার তারিখঃ ২৫ ডিসেম্বর্, সকাল ১০ টা । ৬। শেখেরহাট উচ্চ বিদ্যালয়, ১নং সৈয়দপুর ইউনিয়ন, সীতাকুন্ড, চট্টগ্রাম পরীক্ষা কমিটঃ KSS কর্তৃপক্ষ বিঃ দ্রঃ পরীক্ষা সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত KSS কর্তৃপক্ষ নিতে পারবে । আরও জানতেঃ 01820875956, 01878790009, 01819627758, 01832624495

No comments:

Post a Comment